সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

শনিবার, ২৫ জুলাই, ২০২০

হেমন্ত দেবনাথ


             
        ধরিত্রীমাতার ললাটে চিন্তার ভাঁজ
                                     
                                      ---হেমন্ত দেবনাথ

ধরিত্রী-মাতা নিজ সন্তান  রূপ প্রাণিকূলকে বাঁচাতে পারবেন কি  না !
সংশয়ের দাগ ধরিত্রী-মাতার ললাটের বলিরেখায়।
আজ তাঁকে বড়োই ক্লান্ত দেখায়।
আজ তিনি দূষণভারে ন্যূব্জ।
সর্বংসহা রূপ ধরেছেন তিনি।
সুখের নেশায়-
মডার্ণ সভ্যতার মানুষ হয়েছে পাগল;
সবুজ বনানী ধ্বংস করছে স্বার্থপরদের দল।
শ্বাস-প্রশ্বাসে নির্মল-বায়ু পাচ্ছি না কো আর।
অসুখ-বিসুখ ছাড়ছে না আজ দিয়েছি জলাঞ্জলি,
পরিবেশের নানা দূষণ মাথায় নিয়েছি তুলি।
ঝড়-বৃষ্টি, ভূ-কম্পন আর সুনামিতে
যেতে হবে রসাতলে।
বিশ্বজুড়ে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, বরফ যাচ্ছে গলে।
বিষাক্ত করছে পরিবেশকে যতসব লোভাতুররা,
জলদূষণ, বায়ু-শব্দ- তেজষ্ক্রিয় দূষণ, দূষণ সারা ধরা।
ছড়িয়ে যাচ্ছে প্রতিনিয়ত করোনাসহ নানা ভাইরাসগঠিত রোগ,
যার পশ্চাতে আছে শুধু মর্ডার্ণ সভ্যতার ভোগ।
সজাগ মোরা না হই যদি,
জীবন হবে ঝালাপালা,
থামবে না তো প্রকৃতির প্রতিশোধ নেবার পালা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন