সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

শনিবার, ২৫ জুলাই, ২০২০

মিঠু মল্লিক বৈদ‍্য



     বাঁচবো এবার নব রূপে।

                        -----মিঠু মল্লিক বৈদ‍্য

এই যাত্রায় বেঁচে যদি যাই,
অকৃপণ হয়ে বাঁচবো।
বর্ষা ভেজা মাটির সৌরভ মেখে
হারিয়ে যাবো স্নেহ সুধায়।

সবাইকে বুকে জড়িয়ে
কাঁদবো অঝোরের মত
চির চেনা বটের কোলে
বলবো লুটিয়ে, শীতল শামিয়ানা দিতে।

সত্যি এই যাত্রায় বেঁচে যদি যাই
যাবো অরণ্যে, কাতর কন্ঠে
শাল,সেগুন, গর্জন বনস্পতি যত
দিয়ে কৃতাঞ্জলি, প্রকৃতির প্রতিশ্রুত হবো।

মুক্ত বিহঙ্গ, প্রজাপতি যত,
খোলা নভমাঝে; উড়ার শক্তি হবো।
চোর শিকারির রাঙ্গা চোখেও
প্রেম প্রলেপ দেবো।

দ্বিধাহীন চিওে উড়ে যাবে দিগন্তে,
আনন্দ বন‍্যা  বইবে তব নীড়ে;
সুখোল্লাসে ভরবে হৃদয়,
বনে আর মনে হৃদ্যতার করবো জাগরণ।

এই যাত্রায় বেঁচে যদি যাই,
যাবো মুহুরীর তটে,
স্রোতস্বতীর বালুচরে হবো নতজানু,
জোড়হাতে চাইবো মার্জনা ভিক্ষা।

"হে সহিষ্ণু" নিবৃত্ত কর,
পূত ধারায় ধূয়ে দাও
মানব দম্ভের অশ্লীলতা,
বিলিয়ে দাও পয়োধির অতল গভীরে।

শুধু নিজের জন্য বেঁচেছি এতকাল
এবার বাঁচবো পরের জন্য
হবো ক্ষুধার্তের রুটি,তৃষ্ণার্তের জল
খুঁজে দেবো বাঁচার রসদ।

এই যাত্রায় বেঁচে যদি যাই
ঔদ্ধতা ছেড়ে বিনয়ী হবো।
হিংসা ছেড়ে হৃদ‍্য হবো,
মায়ের খোকন আর প্রিয়ার মালা হবো।

যেথায় অংশ আছে যার
হিসাব করে চুকিয়ে দেবো;
সত্যি বেঁচে যাই যদি
ঋণী হয়ে নয় প্রকৃতির প্রতিরোধ হবো।

আর যদি হারিয়ে যাই মড়ক মাড়ীর কড়াল গ্রাসে,
আগামীর সূর্য হবো;
রবিচ্ছটার তপ্ত অনলে-
দগ্ধ করে পুরাতনের কালিমা,
নব সোনালীর অবণী গড়বো।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন