সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

শনিবার, ২৫ জুলাই, ২০২০

ডা. ফুলশ্রী চক্রবর্তী


                     পথভোলা

                            ---- ডা. ফুলশ্রী চক্রবর্তী

চারিদিকে ঘন অন্ধকারের ঘটামালা,
মেঘের আড়ালে উঁকি মারে অর্ধচন্দ্রকলা।
তারি মাঝে খুঁজে বেড়াই আমি নিজেকে
হারিয়ে ফেলেছি জানিনা কোন পথের বাঁকে।

কত কথাই মনে অকথিত রয়ে যায়,
অনেক স্বপ্ন বাতাসে বয়ে যায়।
উদ্দীপ্ত আশার মাঝে নিরাশা ছেয়ে যায়
কি জানি কোন্ উজ্জ্বল অদৃষ্টে আধার নেমে যায়।

জানি না,
চেনা ভিড়ে কোন্ অচেনা মূখ খোজে বেড়াই,
আর অচেনাদের মাঝে কোন্ চেনার সন্ধান চাই।
পথ হারিয়ে চলছি আমি জানিনা কোন দেশে
জানি না এই চাদের আলো কোথায় গিয়ে মিশে।
পথের মাঝে হাজার লোকের ভিষন ঠেলাঠেলি,
কার আগে কে পৌছাবে সেই নিয়ে কাড়াকাড়ি।
অকুল সাগরের মাঝে আমি পড়িয়াছি আসি,
কুল নাই কিনারা নাই কোথাই যাই যে ভাসি।।

1 টি মন্তব্য: