সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

শনিবার, ২৫ জুলাই, ২০২০

শিশির অধিকারী



 মানব সভ্যতার সংকট কি সম্মুখে
                    
                          ----শিশির অধিকারী

চারিদিকে
প্রখর রৌদ্রের উত্তাপ
নিমজ্জিত গ্রাম নগর শহর বন্দর ,
বিষাক্ত কীটের হানায় ভয়ার্ত সব।
কিছু সংখ্যক মানুষ
বাঁচাতে চেষ্টা অবক্ষয়
জন মানুষের স্রোত।

যুগের পর যুগ
পরিবর্তীত সময়ের ঘুর্ণিপাকে
আবির্ভাব আবারও এক বিবর্ন ছবি,
একি পরীক্ষা তব শতাব্দীর।

ফুলের সৌরভ হারিয়ে যাচ্ছে
প্রেম ভালোবাসা র পাশাপাশি
হৃদয়ের মিলন প্রস্ফুটিত হচ্ছে
চির অক্ষত অভিসারে।

ভালবাসা ময় এই পৃথিবীতে
অন্তিম সময়ে যেন দর কষাকষি,
ব্যlভিচারে ইচ্ছের ডানা ভাঙে
তবুও কল্পনায় উঁকি দে
কিছু বৈচিত্রের ছবি
বেঁচে থাকার আশায় ভাসি।

যেন চলেছে
নীরবে মৃত্যুর মিছিল
এই সময় এক সংকেত
তবুও ভয়ার্ত দুদুল্যমান মনে আসে
মানব সভ্যতার সঙ্কট কি সম্মুখে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন