সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

শনিবার, ২৫ জুলাই, ২০২০

অনিন্দিতা শর্মা


          মেয়েটি আত্মসম্মানী

                        ---- অনিন্দিতা শর্মা

এ সমাজ বুঝলো না আজো অহঙ্কার আর আত্মসম্মানের বিভেদটুকু।

আত্মসম্মানের জন্য লড়াকু মেয়েকে
বারবার আঙুল তুলে
বলে দিতে চায়
এ সমাজ
"ও মেয়ে তুই অহঙ্কারী"।

ওরা বুঝলো না আজো
নিজের পরিচয় নিয়ে
বেঁচে থাকার আনন্দটুকু,
নিজেকে ভালোবাসার আনন্দটুকু,
নিজেকে গড়ে তোলার আনন্দটুকু।

নিজের প্রতি আস্থা রাখার মধ্যে
যে কতটুকু আনন্দ
তা আর ক-জন বোঝে।

পিছুটানের মধ্যে এগিয়ে যাওয়া
মেয়েটি যে কতটুকু আত্মসংযমী
তা ক-জন বোঝে।

নিজেকে জানতে পারা,
নিজেকে চিনতে পারা,
নিজের অধিকার নিয়ে লড়াই করা,
মেয়েটি নয় অহঙ্কারী।
সে মেয়েটি হয় আত্মসম্মান্নী॥

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন