পরিযায়ী শ্রমিক
----রেহানা খাতুন
আজ যখন ভারত মাতার সন্তানগুলো রাজ পথে হাঁটছে,
বোঝাতে পারবোনা তোমাদের কী অসহায় লাগছে।
সারারাত সারাদিন তারা চলেছে বাড়ির দিকে ধেয়ে,
কেউবা আবার সূটকেসের উপর ঘুমন্ত শিশু নিয়ে।
কেউবা আবার ফোসকা পড়া খালি পায়ে হেঁটে,
এই করুণ দৃশ্য দেখে মানবিকতার বুক যায় ফেটে।
আবার কত অসহায় শ্রমিক আছে ভিন রাজ্যে আটকা পড়ে,
খেতে না পেয়ে অকালে তাদের প্রাণ গেলো ঝরে।
কেউবা আবার রাস্তায়, কেউবা আবার ট্রেন লাইনে,
কত শ্রমিক হেঁটে চলেছে তাদের স্বপ্নের বাড়ির দিকে।
চলছে বাড়ির পথে _________!
তবুও তারা ফিরতে পারছেনা তাদের বাড়িতে,
কেউবা মরে 'বীর' সন্তানদের হাতে কেউবা ট্রেনে কাটা পড়ে।
তোমরা কি দেখেও দেখছোনা?
জানি এসব গরীবের বেদনা তোমাদের কর্ণ ভেদ করেনা।
সত্যি কি তোমরা কিছুই বুঝেও বুঝছোনা?
দেখতে কি পাওনা কত মায়ের বুক ফাটা কান্না?
জানিনা কবে শেষ হবে গরীবের এই দুঃখ দুর্দশা!
কবে উঠবে নতুন সূর্য, ঘুচবে অমানিশা।
কবে পাবে 'মুখোশধারী' নেতাদের দেওয়া প্রতিজ্ঞা,
কবে পাবে শান্তিতে তারা বাঁচতে এটাই মোদের শঙ্কা।
Khub vlo hyece...
উত্তরমুছুন