"বলার ছিল আমারও"
-----অনুপ কুমার রায়
যাওয়া আসার প্রবাহমানতাই জীবন,
নিরূদ্যমদের হয় মরণ ।
সুখের আশায় বেঁধেও ঘর ,
নিজেকে কেন করলে পর?
যদি বল ভাগ্য বটে,
ঘর বাঁধলে কেন নদী- তটে?
সুখের ঘরে আগুন জ্বেলে,
সত্য থেকে মুখ পালিয়ে?
বৃথা চিন্তা কেন করো,
চেষ্টা করলে তুমি তো পারো।
হারিয়ে গেলে আর পাবেনা,
সুখ, শান্তিও লাগবে ছলনা।
করলে কত নিজের ক্ষতি,
কাঁদো ভেবে সুখের স্মৃতি ।
বাঁধা আসুক জীবনে যতো ,
মরণ হউক বীরের মতো ।
তাই তো আমার বলার ছিল,
আগলে রাখতে পারলে ভালো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন