সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

শনিবার, ২৫ জুলাই, ২০২০

রাহুল নাগ


              পান
                   ---- রাহুল নাগ

মশলাতে আসে পানের স্বাদ।
চুনে ফোঁটায় বিশুদ্ধতা।।

খয়ার বাবাজী এলে মুখে
আনে আরো উজ্জলতা।
 
জরদা বরদা সাদার গুড়া
মাথায় আনে চিন্তাধারা।

খাইলে পান, পাইলে পান
খাবার খাওয়া তৃপ্ত হয়।

 রাজা মশাইর বিচার সভায়
 পানের বাটায় বিচার কয়।

বেনারসের নাম ধাম ,পানের জন্য জয় জয়।
তেরো ফুল, তেরো ফল ,
তেরো পানের ব্রত হয়।
মা তেরো পানের ব্রত হয়।।
   
চাকরী-বাকরী নাইরে ভাই,
পানের একখান দোকান চালাই।
   
যতই হোক পানের জয় জয়
পানের পিকে পরিবেশ নষ্ট হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন