সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

রাজেশ ভট্টাচার্য্য


 

                    ঋতু পাঁচালী


                                     ------রাজেশ ভট্টাচার্য্য


বারো মাসে ছয়টি ঋতু বসন্ত হবে তার শেষ

প্রথম হবে কোন্ ঋতু ভাই গ্রীষ্ম হলেই বেশ।

গ্রীষ্মের ছুটিতে আমি মামার বাড়ি যাবো,

আম-জাম-কাঁঠাল-লিচু মনের মত খাবো।

তারপর আসবে যখন বর্ষা ঋতু ঘুরে,

খাল-বিল-নদী-পুকুর কানায় কানায় ভরে।

বর্ষা ঋতু যাবে যখন সুখে-দুখে চলে,

আনন্দে মনটা ভরে উঠে শরৎ ঋতু এলে।

শিউলি ফুলের গন্ধে তখন দুর্গাপূজা চলে,

কালীপূজা এলেই বুঝি হেমন্তের দেখা মিলে।

হাঁড় কাঁপানো শীতে আমার ঘুমোতে ইচ্ছে করে,

বসন্তের চড়ক মেলায় আনন্দে মনটা ভরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন