ছোট্ট বেলার খুকুমণি
------রাহুল নাগ
ছোট্ট বেলার খুকুমণি গিন্নী গিন্নী সাজে।
গামছাটাকে ওড়না করে মাথায় জড়িয়ে রাখে।।
এই পাড়ারই ছোট্ট ছেলে , খুকীর পাশে বর।
পুতুল নিয়ে খেলতে খেলতে সুখের করে ঘর।।
তাদের সুখে অবাক হয়ে বড়রা সব দেখে।
কেমন করে এতো সুখী সেই কথাটাই ভাবে।।
ছোট্ট বেলার খুকুমণি আজ নববধূ সাজে ।
লাল রঙের শাড়ি পড়ে শশুর বাড়ি যাবে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন