ওরা বাড়ছে
-----পুনম মজুমদার
লতার মতো ওরা রোজ বাড়ে
পৃথিবীর বাগিচা জুড়ে
রঙে-রসে রূপের ডালি সাজাবে বলে।
মোদের অজান্তে ওরা নীতি নির্ধারে
ক্ষুদ্র হাত-পা আর বোধশক্তি নিয়ে।
প্রতি সেকেন্ড চেয়ে থাকে
নীরব উৎসুক চোখে।
অনুকরণ-অনুসরণের শিকড় দুটি
ক্রমশ বিস্তারে গুটি গুটি।
মায়ালোকের অন্ধকার খনি ভেদে
ওরা জেগে ওঠে মানবতার গানে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন