সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

পুনম মজুমদার


         ওরা বাড়ছে


                               -----পুনম মজুমদার


  লতার মতো ওরা রোজ বাড়ে

  পৃথিবীর বাগিচা জুড়ে

  রঙে-রসে রূপের ডালি সাজাবে বলে।


 মোদের অজান্তে ওরা নীতি নির্ধারে

 ক্ষুদ্র হাত-পা আর বোধশক্তি নিয়ে।

 প্রতি সেকেন্ড চেয়ে থাকে

 নীরব উৎসুক চোখে।


অনুকরণ-অনুসরণের শিকড় দুটি

ক্রমশ বিস্তারে গুটি গুটি।

মায়ালোকের অন্ধকার খনি ভেদে

ওরা জেগে ওঠে মানবতার গানে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন