সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

মধুমিতা ভট্টাচার্য


 

                        বিকেল 


                                 ------মধুমিতা ভট্টাচার্য


একদিন ঠিক বিকেল বেলা হারিয়ে যাবো।

হলুদ দুপুর মাড়িয়ে, লালচে বিকেলে হারিয়ে যাবো।

শৈশবের সেই টিয়েপাখিটাকে খুঁজতে যাবো।

মেঘের ছাদ ফেটে বৃষ্টি এলে, 

ভিজে বৃষ্টিতে, তার গল্প লিখবো।

হাতের মুঠোয় জোনাক ধরে খুঁজবো শৈশবের পথভোলা সেই জোনাক পোকা।

বন পলাশের তলায় বসে খুঁজবো, সারা সন্ধ্যে জুড়ে, 

হারিয়ে যাওয়া ছোট্ট বেলা।

বিকেল শেষের দীর্ঘ ছায়ায় 

ভিড় করেছে স্মৃতির মেলা, 

লুকোচুরি, সোনারটুক্কি, কাবাডি আর বন্দিখেলা।

সেই বিকেলটা কোথায় গেলো , একলা একা 

কেউ জানে না।

আজ বিকেল তুমি খুঁজে আনো, হারিয়ে যাওয়া মেয়েবেলা।

আমি যে সঙ্গী তোমার 

ফিরবো না আর ঘরের টানে।

একলা খোঁজার উড়ান ভরবো , ও বিকেল তোমার সাথে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন