চারাগাছ
------কিশোর কুমার ভট্টাচার্য
অনাবাদী ঊষর ভূমি
দখলসহ নানা ধরনের কথা
অবশেষে ঘর্ম-অশ্রু ঝরিয়ে
রোপন করেছে চারাগাছে মনের কথা।
শ্রমের ফলে আশাবাদী
যতনে নাই ত্রুটি
আপন মনের পরিচর্যায়
চারাগুলো বেড়ে ওঠে গুটি গুটি।
গাছে গাছে মধুকরের আনাগুনা
বিহগ- বিহগীর আলাপন
ফুলে-ফলে সেজেগুজে
মানবশিশুকে করে আবাহন।
বৃক্ষপানে শিশুমন ছুটে চলে
কিছু পাবার আশে
মা - বাবার আদর-স্নেহ
চলেছে ওদের পাশে পাশে।
দিনাংকঃ-০৯ -১১-২০২০
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন