সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

কবিতা সরকার


 

    তোমার লাগিয়া

       

                    -----কবিতা সরকার


হাটে জমাইতে পসার

সকলই ভুলিয়া

জাগিছে বিধাতা

তোমার লাগিয়া।

ঢুলু ঢুলু তব খোলো আঁখিদ্বয়, 

ছাড়ো মলিনতা

জাগিছে বিধাতা 

তোমার লাগিয়া। 

অচেনা শহর পথ নাই চেনা, 

যেতে হবে কোথা তাও নেই জানা

জাগিছে বিধাতা 

তোমার লাগিয়া। 

ভুলিয়াছ যারে সকল সৃজন - প্রলয়ে, 

সহিয়া সকল উপেক্ষা 

জাগিছে বিধাতা 

তোমার লাগিয়া। 

মুদিলে নয়ান নিভিলে আলো

রুধিলে দ্বার আঁধার কালো, 

ভাবনা কি তোর আলোর শিখা 

জাগিছে বিধাতা 

তোমার লাগিয়া।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন