পাঁচ পূরণ
-----ডাঃ রথীন্দ্র কুমার নাগ
রন্ধনেতে মসলা সেরা,
হলদী , মরিচ আর জিড়া।
একেক মসলার একেক বাহার,
মসলা ছাড়া হয়না সুখাবার।
পাঁচক মশাইর যতই থাকুক গুণ,
রন্ধনেতে যদি না থাকে নুন।
সঠিক মাপের তেল নুন আর মসলা,
তবু বাকি থাকে সেরা মসলা।
আঙুলেতে যতই কর গনন,
যদি না থাকে পাঁচ পূরণ।
রান্নায় না হয় সুঘ্রাণ।।
পাঁচক মশাই না হয় ক্ষমতাবান।
মসলার মাঝে সবার রাজা,
রন্ধনেতে পাঁচ পূরণ সেরা।
মানুষের মাঝে ও আছে তেমন,
সকল রান্নায় পাঁচ পূরণ যেমন।
ওরা সকল ঘটে ঢালে জল ,
সঙ্গে চলে না না দল বল।
সকল দলের সাথে চলে,
পাঁচ পূরণ যেমন লাগে।
কলির জমানায় কতনা বাহানা
পাঁচ পূরণ এর মত কতনা ছলনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন