সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

প্রিয়াঙ্কা নন্দী


          হারানো সুর


                           ------প্রিয়াঙ্কা নন্দী


তোমারে আমার মনে পড়ে

এক শারদ প্রভাতে

যেখানে ঘাসের উপর শিশির পড়ে 

বায়ুতে সুবাস দোলাতে।

তোমারে আমার মনে পড়ে

এক নিঝুম রজনীতে

যেখানে সূর্য ঘুমিয়ে পড়ে

 কিরণ ভরা পূর্ণিমাতে।

তোমারে আমার মনে পড়ে

প্রতিটি স্মরণীয় দিন গুলিতে

যেখানে লাল, নীল রশ্মি পরে

রচিত থাকে হৃদয়ের লিপিতে।

তোমারে আমার মনে পড়ে

লোমহর্ষক ঘটনাবলীতে

যেখানে থাকে অশ্রু, বেদনা নীড়ে

ঝরে পড়ে নীরবে-নিভৃতে।

তোমারে আমার মনে পড়ে

স্রোতে বয়ে চলা প্রতিটি মুহূর্তে

যেখানে থাকে দুঃখ, করুনার তরে

ব্যথাগুলো না পারে লুকাতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন