সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

অমল কুমার মাজি


 

              রূপান্তর


                          ------অমল কুমার মাজি


আগেও ছিলাম এখনও আছি

আগামী দিনেও থাকবো

মহাবিশ্বের রহস্য মাঝে

ঘুমাবো আবার জাগবো।

অন্তরে বৃথা তোলপাড় ক'রি

শুরু ও শেষের দ্বন্দ্বে

ফিরে-ফিরে আসে দিন ও রাত্রি

মহাজাগতিক ছন্দে।

দূর্দমগতি মহাকাল চলে

অনন্ত গরিমায়

কোথায় যে আদি কোথায়  অন্ত

বৃথা খুঁজে ফিরি হায়!!

প্রতি পলকেই বিস্মিত করে

গতিময় চরাচর

উপলব্ধির একতারে বাজে-"সকলই রূপান্তর!!"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন