রূপান্তর
------অমল কুমার মাজি
আগেও ছিলাম এখনও আছি
আগামী দিনেও থাকবো
মহাবিশ্বের রহস্য মাঝে
ঘুমাবো আবার জাগবো।
অন্তরে বৃথা তোলপাড় ক'রি
শুরু ও শেষের দ্বন্দ্বে
ফিরে-ফিরে আসে দিন ও রাত্রি
মহাজাগতিক ছন্দে।
দূর্দমগতি মহাকাল চলে
অনন্ত গরিমায়
কোথায় যে আদি কোথায় অন্ত
বৃথা খুঁজে ফিরি হায়!!
প্রতি পলকেই বিস্মিত করে
গতিময় চরাচর
উপলব্ধির একতারে বাজে-"সকলই রূপান্তর!!"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন