সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

মাম্পী সরকার


   

               ব্যর্থতা 


                         ------মাম্পী সরকার



তোমার শহর রঙিন ভীষণ, 

        আমার শহর কালো। 

তোমায় ভালোবাসতে গিয়ে

          আমিই আগোছালো।।

সত্ত্বাটা আজ হারিয়ে গেছে 

          তোমার অন্তরালে। 

  গানগুলো সব বেমানান, 

              বিনা সুর-তালে।

   সব রং বিলীন যে আজ, 

             বিবর্ণতায় সাজি। 

নিজের মাঝে নিজেকে আজ 

                হন্যে হয়ে খুঁজি। 

জীবন আমার পথ হারালো

                স্বপ্ন হলো মিছে। 

আলো ভেবে ছুটেছি কেবল

             আলেয়ার পিছে।।

ভোলাও এবার অন্য পথিক...

            ভ্রমের মরিচীকা। 

 তোমার আমার স্মৃতিগাছায়

            টেনেছি যবনিকা।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন