সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

প্রানেশ পোদ্দার


         ডিজিটাল 


                      -------প্রানেশ পোদ্দার


ছুটল গাড়ি হাই স্পিডে

থামছে গাড়ি ব্রেক কষে

নামছে যাত্রী

মুচকি হেসে ।।


যায় যে জন নিজের কর্মে

অটুট বিশ্বাস নিজ ধর্মে

এমনি করে আসা যাওয়া

মাসের শেষে মাইনে পাওয়া   ।। 


সবাই এখন ব্যস্ত ভীষণ

ছেলে মেয়ের লেখাপড়া

আত্মীয় স্বজন ভুলে গিয়ে

মোবাইলেতে দায় সাড়া  ।।


পিতা মাতার বৃদ্ধাশ্রম

এটা যেন পারফেক্ট

ডাকে না মা, বাবা

বলছে মম ড্যাড  ।।


লাখো টাকার গহনা ছেড়ে

ইমিটেশনের যুগ

ডিজিটাল ইন্ডিয়াতে

এটাই যেন সুখ  ।।


শাড়ি নয় জিন্স পেন্ট

ভীষণ কদর ফাস্ট ফুড

কী মজা কী মজা

ভেরি গুড,ভেরি গুড

  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন