নিমন্ত্রণ
------মিঠু মল্লিক বৈদ্য
নবান্নের আমন্ত্রণে সবুজ টিয়ার ঝাঁক;
সায়াহ্নের কালে হরষিত চিত্তে
আপন আধারে প্রত্যাবর্তন,
অসীম তৃপ্ততায় এক আকাশ স্বপ্ন- সমাহারে।
শরৎ এর মোহনীয়তা
হৈমনের সোনালী দোলায়
নবান্নের আঘ্রাণে মুগ্ধ প্রকৃতি,
টিয়ার কলস্বনে নেচে উঠে ধরনী।
নবারুণের আলো বেয়ে ঐ পাড়ার
মুখুর্জ্যে বাড়িতে বইছে আনন্দবন্যা,
রকমারী ব্যঞ্জন,লুচি, পুড়ি, আলুরদম
আরো কত শত আয়োজন ;বংশধরের মুখে ভাতে।
ও পারার 'খুদে নয়ন' অপেক্ষায় পথ চেয়ে
আসবে নিমন্ত্রণ,মিটাবে ক্ষুধার জ্বালা,
হবে একবেলা শাখ ভাতের নিবৃত্তি,
উদরপুর্তিতে আসবে পরিপূর্তি।
নবান্নের ঘ্রাণে স্বপ্নবুনে দিবানিশি,
বয়ে গেছে দিন,ফুরিয়েছে বেলা,আসেনিতো কেউ,
নিমন্ত্রণ রইলো বাঁধা আজও জাতিভেদের পরম্পরায়।
স্বপ্নভঙ্গের করুণ রোদনে নয়নের সাথে সবুজ টিয়াও বুঝি কাঁদে!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন