অনলাইন শিক্ষা
----সুকমল গুপ্ত
হায়রে শিক্ষা ;
অনলাইনে তুমি ঘুরছো এখন ,
জ্ঞান বিতরনের তরে।
সত্যিই কী তুমি দিচ্ছ ধরা,
সব বিদ্যার্থীর ঘরে।।
এখনো সবাই যে হয়নি এক ,
কবে তুমি তা জানবে?
শিক্ষা তোমার বড়ই যে জেদ ,
অনলাইনেই তুমি থাকবে।।
শিক্ষা , তুমি কী রেখেছ খবর,
কার আছে কী পরিবেশ?
তোমাকে স্বাগত জানাতে অনেকে,
খুইয়েছে তার সর্বশেষ।।
অনেকে তো লেপটপ, আর মোবাইল হাতে ,
স্বাগত জানায় তোমাকে।
কেউবা আবার হারিয়েছে বাবা ,
আবার কেউবা তার মেয়েকে।।
কী দোষ ছিল সেই মেয়েটির ?
চাইছিল তো তোমায় জানতে।
বাবাকে দিতে হলো তার জীবন খানি ,
একটি মোবাইল আনতে।।
ভাষায় প্রকাশ করবো কেমনে ,
এই বিভৎসতার কথা।
অনলাইনে শিক্ষা,তুমি বুঝবে কবে
দীনদুঃখীদের ব্যথা।।
কী হবে কেটে , সেথায় এখন ,
অনলাইন শিক্ষার ফিতে।
এখনো ফিরেনি, সাম্য যেথায় ,
অর্থনীতির ভিতে।।
ছিলনা টিভি তাই এলো সে ,
উঁকি দিলো জানালায় ।
দুর দুর করে তাড়িয়ে দিয়েছো ,
নিদারুণ অবহেলায়।।
স্যারের ক্লাস আর দেখা হলোনা ,
জানা হলোনা বিজ্ঞান।
অপরাধ তার গরীব ছিল সে ,
তাই সইতে হবে অপমান।।
অনলাইন তুমি শিক্ষা মাধ্যম,
বিশ্ব করেছ জয়।
বলতে পারো কি, এত অবহেলায় ,
অনলাইন শিক্ষা হয়?
ডিজিটালাইজড পরিকাঠামো আর ,
সমাজে সাম্য নীতি।
যদি না হয় তবে, অনলাইন সুফলে ,
টানতে হবে যে ইতি।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন