সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

শনিবার, ১৫ আগস্ট, ২০২০

ডা. ফুলশ্রী চক্রবর্তী


    ভারত আমার জন্মভূমি

                          ------ ডা. ফুলশ্রী চক্রবর্তী

শোনো ওগো বন্ধুগন ,   
ভারত মোদের জন্মভূমি
দাও জয়ধ্বনি তাহার তুমি।
বল ভারত মাতার জয়,
জয় ভারতের পতাকার জয়
উড়িছে গগনে সগৌরবে
গাইছে ভারতের জয় গাথা
বল জয় জয় ভারতমাতা।
জয় শুভ্র হিমালয়ের জয়,
শস্য শ্যামল ভারতের জয়,
নীলা চঞ্চল সমুদ্রের জয়।
স্নিগ্ধ পাবন গঙ্গা যমুনা গোদাবরী
বইছে এই দেশে যুগ যুগ ধরী।
ভারতের পবিত্র ভূমি,
কত মনীষীর জন্মভূমি।
আর্যভট্ট সুশ্রুত স্বামী বিবেকানন্দ
সরোজিনী গার্গী লক্ষ্মীবাঈ।
সবাই দেশের বরেণ্য সন্তান
চলো সবে জয় গান গাই।
সংস্কৃত মোদের আদি ভাষারে
শূন্য দশমিক এই দেশেরই দানরে।
নানান ভাষা নানান জাতি
নানান বর্ণের বিভেদ অনেক বেশি,
তবু এই দেশে মোরা থাকি মিলিমিশি।
ভারত আমার জন্মভূমি
তাকেই ভালোবাসি   আমি।
বল জয় ভারতমাতার জয়।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন