অচেনা ভারত
-----কবিতা সরকার
পথ হারিয়ে ফেলেছি আমি
আমার চেনা দেশের মাটিতে
মেঘাচ্ছন্ন আকাশে সন্ধ্যা নামে
কোনো এক ক্লান্ত কাকের বিদীর্ণ চিৎকারে,
রাত্রির ঘন অন্ধকারে শিকারী পেঁচার ভিড়,
যান্ত্রিক সভ্যতার পাথুরে জীবনে
চলছে এক গভীর দেওয়া নেওয়ার খেলা,
মানুষের পৃথিবীতে উদ্বাস্তু মানুষ-ই ।
পথ হারিয়ে ফেলেছি আমি
আমার চেনা দেশের মাটিতে
চতুর্দিকে সকলই অচেনা
ম্লান হয়েছে অতীতের স্মৃতি
হারিয়েছে তীতু- কবীর-নেতাজি,
একদিন যারা ছিল দেশপ্রেমিক
আজ তারাই দেশদ্রোহী
ঐতিহ্যের নামে ধর্মের রাজনীতি,
মুখোশের আড়ালে ঢাকছে পৃথিবী ।
রাতের অন্ধকারে শিকারী হায়না
দিনের আলোয় সেও গভীর আধ্যাত্মিক
রঙ ছড়ানো পৃথিবীতে এ এক অন্য দেশ,
কালাপানি নয়, মান্দালয় নয়,
না না রেঙ্গুনও নয়
এ আমার চেনা ভারতবর্ষ
তবুও পথ হারিয়ে ফেলেছি আমি
আমার চেনা ভারতবর্ষের মাটিতে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন