সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

শনিবার, ১৫ আগস্ট, ২০২০

বর্ণা দাস


                 মোরা ভারতবাসী 

                                 -----বর্ণা দাস

রাম হোক কিংবা রহিম  ,
ওদের রক্ত সেতো একই লাল।
ওরা বলে মোরা এক বৃন্তে দুটি কুসুম,
তবে কীসের এতো বিভেদ হিন্দু-মুসলমান।

হিন্দু হোক বা মুসলিম ; হিংসা বিদ্বেষ নয়,
ওদের রক্তে মাখানো ছিল স্বাধীনতার ঘ্রাণ।
ওরা রক্ত জড়িয়ে ফিরিয়ে দিয়েছিল  ,
স্বদেশের মাটিতে স্বাদেশিকতার  প্রাণ।

সেসব ভুলে মেতে উঠেছি ,
নিয়ে জাতপাতের লড়াই।
জাতের নামে বজ্জাতি কত চলবে আর ?
কত হবে আর জাতের বড়াই  ?

সব শেষে চেয়ে দেখি একই সুতোয় বাঁধা মোরা  ,
ঝড়-ঝাপটা পেরিয়ে একই স্রোতে ভাসি ।
তাই বিশ্বের দরবারে হোক একটাই পরিচয়  ,
মন্ত্র একটাই হোক মোরা ভারতবাসী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন