স্বাধীনতা
-----শিশির অধিকারী
শিশুর কলরবে পৃথিবী
কখনো হাসে কখনো কাঁধে
বিহঙ্গ বিহঙ্গী আনন্দেতে নাচে
স্বাধীনতা।
মুক্ত বাতাসের স্পর্শে
মাঠে ময়দানে
প্রাণ ভরে মন খোলে
একটু আড্ডা একটু গল্প
পাশাপাশি বসে থাকা
আর শরীরচর্চা করা
স্বাধীনতা।
মাকে মিথ্যা বলে
কলেজ ফাঁকি দিয়ে
বন্ধুদের সাথে
সিনেমা হলে
সিনেমা দেখা
স্বাধীনতা ।
নারীদের আজ জয় জয়কার
এগিয়ে গেছে সব দিকে
দেশের কাজে সৈনিক বেশেও
পাহাড় জঙ্গলে
স্বাধীনতা।
বাসে ট্রামে
রেল স্টেশনে রাজপথে
নানা রূপে ভিক্ষা মাগে
স্বাধীনতা।
পার্কে রেস্টুরেন্টে
মলের সামনের সিঁড়িতে বসে
মেট্রোর সামনেতে
লাগামহীন আড্ডা মারা
স্বাধীনতা।
তোমার কপালে
আমার ঠোঁটের স্পর্শের
উষ্ম চুম্বনে
এঁকে দিলাম
ভালবাসার চিহ্ন
স্বাধীনতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন