সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

শনিবার, ১৫ আগস্ট, ২০২০

মধুমিতা ভট্টাচার্য


             ধ্যানে নেতাজী 

                            ------মধুমিতা ভট্টাচার্য

 একশো ত্রিশ কোটি মানুষের মাঝে
আমিও পথ হাঁটি,
দিন-রাতের অন্তরালে ভ্রাম্যমান শব্দের মাঝে
তোমার ডাক শুনি ।
হয়ত আমিও ছিলাম
দীর্ঘ মিছিলের পিছে পিছে,
দেখেছি তোমার দৃঢ় প্রত্যয়
শুনেছি উদাত্ত বাক।
অন্ধকারের অতল জলে
নুড়ি পাথর ফেলে ফেলে
বের করেছিলে জলের
আস্তরণ, মৃত মানুষের শব ঠেলে
ক্লান্ত তুমি, মৃত সঞ্জীবনীর
সন্ধান দিলে ।
আবার জন্মেছি আমি এখানে
ভ্রান্ত অবক্ষয়ের মাঝে ।
আজও আবার সেই যমকালো চারপাশ,
খুঁজি তোমাকে অদৃশ্য স্মৃতি
হাতড়ে ফেলে আসা পথের বাঁকে,
এসো আর একবার,
উত্তরণের পথে
দুর্দম্য প্রাচীর ভাঙ্গতে
নুতন বিজয় রথে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন