সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

শনিবার, ১৫ আগস্ট, ২০২০

মিঠু মল্লিক বৈদ‍্য

               
                প্রিয় স্বদেশ

                                 -----মিঠু মল্লিক বৈদ‍্য

নতজানু শির,নিবেদিনু প্রণাম,
একাত্ববোধে যেথায় বিহগ মেলে ডানা,
ফসলের সোনালী মাঠ, হরিৎবাহার
স্নিগ্ধতায় ভরে বুক,
এ স্বদেশ ভূম আমার সুখ।

যেথায় বর্ণবিদ্বেষ মূল‍্যহীন,
রাম -রহিম এক সুরে ধরে গীত
অসাম‍্যের অনল,নীলাভ ধোঁয়ায়
মহাশূন‍্যে বিলীন
সে ভূমি আমার প্রিয় জন্মভূমি।

পাখীদের নিস্বনে নীরব কলরব,
প্রকৃতির মনোহরা রূপের বাহার
ঝড়া শিউলীর শুভ্রতা
হিমেল বায়,শিশির ভেজা  কচি ঘাস
জোছনা ভরা রাত,আমার প্রাণ।

স্রোতস্বতীর বালুচর,
চিক্কণ রবি আভায়,করে চিকচিক,
উন্মুক্ত নীলাকাশ তলে,মুক্ত সমীরণে
প্রসারিত বাহু, অসীম তৃপ্ততায়
ভরে মন,সুদূরে মেলায় তট।

রাঙ্গাই কত রঙ্গে,স্বপ্নীল গগনে,
  বাঁধি প্রাণের বাঁধনে।
বিচিত্রতার নৈবদ‍্য,তবু শুনি মিলনের গীত;
একতার জয়,সাম‍্যের শিখ-
তাই ভালোবাসি বেশুমার ;
হে প্রিয়- মম প্রিয় স্বদেশ তোমায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন