সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

শনিবার, ১৫ আগস্ট, ২০২০

সম্পাদকীয়

  
    
      প্রিয় পাঠক, আজকের এই পবিত্র দিনে "সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকার সদস্য/সদস্যাদের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাধীনতা দিবসের প্রীতি এবং শুভেচ্ছা। জীবনের অনেক ঋণই শোধ করা যায় না, শুধু মাত্র স্বীকার করেই পাওয়া যায় পরম শান্তি। সেই সব অপরিশোধনীয় ঋণের স্বীকৃতিস্বরূপ আজকের এই পবিত্র দিনে প্রকাশিত হলো সাহিত্য নয়নের 'মুক্তকণ্ঠ' নামক পঞ্চম সংখ্যা। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট রত্নগর্ভা ভারত-জননীর বীরসন্তানদের আত্ম বলিদানের ফলে আমরা স্বীকৃতি পেয়েছিলাম এক স্বাধীন রাষ্ট্র হিসেবে। অত্যাচারী ব্রিটিশের রক্তচক্ষুকে পরাভূত করে আমরা পেয়েছিলাম মুক্ত জীবনের উচ্ছ্বাস। আগস্ট মাস হল স্বাধীনতার মাস, আগস্ট মাস হল ত্যাগের মাস, আগস্ট মানেইতো বিজয়ের মাস, আবার আগস্ট মাস মানেই মহামিলনের মাস। তাই আগস্ট মাস প্রতিটি ভারতবাসীর মনকে বারবার উদ্বেলিত করে তুলে। সাহিত্য নয়নের এবারের সংখ্যা যাঁদের লেখনীর স্পর্শে "মুক্তকণ্ঠ" নামের সার্থকতা পেয়েছে তাঁদের সান্নিধ্য পেয়ে এই পত্রিকার সম্পাদক হিসেবে আমি গর্বিত। আমাদের স্বাধীনতা এবং স্বদেশ বিষয়ে উনাদের লেখনীর স্পর্শে সৃষ্ট বাগিচা রংবেরঙের ফুলে সুসজ্জিত হয়েছে। আমাদের প্রচ্ছদ শিল্পী এবং কবি কবিতা সরকার অসামান্য প্রচ্ছদ এঁকে মুক্তকণ্ঠকে এক অনন্য মাত্রা দান করেছেন। ভারতের মুক্তিপথের অগ্রদূতেরা বহু রক্তের বিনিময়ে রক্তপিপাসু ইংরেজদের হাত থেকে ছিনিয়ে এনে আমাদের উপহার দিয়েছেন আমাদের কাঙ্খিত স্বাধীনতা। উনাদের চরণে নিবেদিলাম শত কোটি প্রণতি। উনাদের আশীর্বাদের ধুলো মাথায় ঠেকিয়ে আমরা সাহিত্যের আঙিনায় গড়ে তুলবো এক নতুন রংমহল। বন্ধুরা, এই নতুন রংমহল তৈরিতে আপনারা আমাদের হাত ছাড়বেনা না তো ? অনেক কথা হল। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে।

ধন্যবাদ, শুভেচ্ছা ও শ্রদ্ধা-সহ
রাজেশ ভট্টাচার্য্য
সম্পাদক, সাহিত্য নয়ন 

1 টি মন্তব্য: