তবুও ভুলিনি
----রাজেশ ভট্টাচার্য্য
অষ্টাদশের মধ্য যুগ পরে
১৭৬৫ খ্যাত সাল।
পশিল বণিক সাজে ভারত ভূতলে
ইংরেজ মুষিক পাল।
মাগিলো থাকিতে ব্যবসা করিতে
মাথা গোঁজার মতো ঠাঁই।
লিখে দিলো ভিসা বাহাদুর বাদশা
ব্যবসাতে বাঁধা ধরা নেই।
পাইয়া স্বীকৃতি খুলিল নিয়তি
পলকেতে মজিলো সন্ত্রাসে।
জাগে ধনে ভোগ লোভে ফাটে বুক
ফুটিয়া পুড়িছে গো-গ্রাসে।
হেরিয়া বাংলার সিরাজউদ্দৌলার
কেশরে টংকার মারে।
সিপাহী সাজাইয়া আইলো ধাইয়া
সাসাতে পলাশী প্রান্তরে।
উঠে গরজিয়া কামান, কার্তুজ,
বর্ষা, তরবারি, ঢাল
সিংহ সম যুদ্ধে, বিকট নিনাদে,
মীরমোহন, মদন লাল।
শোণিত লহরী বহে ময়দানে
কৌতুহলী সমর বাঁধিয়া।
মীরজাফর যুদ্ধে করিল বেইমানি,
ক্লাইভে যায় নবাবে ত্যাজিয়া।
সমর অবসানে সিরাজের প্রাণে
বিধিলো বিষ মাখা ছুরি।
ডুবিলো বাংলা ভারত দিবাকর
ইংরাজ মসনদ নিলো কাড়ি।
চালালো শাসন শোষণ নিপীড়ন
চালাল চাবুক কষাঘাতে।
রাজা মন্ত্রী দাস ত্যাজিয়া প্রয়াস
বাঁচিবারে চায় কোনো মতে।
পরাধীন নারী, নর চোখে বারী
কপোল ভিজিল শোকে-দূঃখে।
হরিল রতন, টাকা কড়ি ধন
বসন অসন হীনে ভূখে।
দশ হাতে হরা লুটে করে সাড়া
তবুও লালসে নাহি অন্ত।
চাষে বাসে বিধি দিশা দিল নিধি
নীল চাষে ধরিল দিগন্ত।
মাঠে ঘাটে চাষী মুখে নাহি হাসি
মাথাতে ঠেকানো দুটো কর।
মরিল কাতারে অন্ন নাহি ঘরে
খ্যাত ছিয়াত্তরের মন্বন্তর।
মাথেনিতো কেহ দেশপ্রেমী শ্রেয়
বিদ্রোহে বিক্ষোভে জ্বলে সবে।
মাতোয়ারা হয়ে ক্ষুধা জ্বালা সহে
পশিল লড়িতে অঙ্গ দহে।
দমাতে ব্রিটান ধায় আগুয়ান
পুড়ালো কাতারে কত বাড়ি।
নারী কলঙ্ক বিধিলো অসংখ্য
আবাল-বৃদ্ধা-যুবা নারী।
বাড়ে যতদিন কাজে পরাধীন,
চেতনা বাড়িলো তিলে তিলে।
নিয়ে বাহুবল শপথে অটল,
নেতাতে ভিড়লো দলে দলে।
ব্যাপিয়া ভারতী জাগে মহারথী
নবজাগরণে জাগে নিষ্ঠা।
শিহরণে জাগে উথলিয়া বেগে
শপথে অমনি প্রচেষ্টা।
পাঞ্জাবে গর্জে লালা লাজপৎ,
বালগঙ্গাধর মারাঠে।
বাংলার বিপিন-ভগৎ-যতীন
গান্ধী উদিত গুজরাটে।
হাহাকারে আরও অনাহারে মিশে
নির্যাতনের পুড়ে সারা দেশে দেশে।
দেশহীতে বন্দি মহাত্মা গান্ধী
প্রকাশিত পিড়িতের পাশে।
নেতাজী সুভাষ থাকিয়া প্রবাস
আনিল বাহিনী আজাদহিন্দ।
পরাধীন পাশ কাটিয়ে সুভাষ
আওয়াজ পরিল জয় হিন্দ।
নেতাজির ক্রোধে প্রাণপণ যুদ্ধে
ব্রিটেন কাঁপালো জানু অঙ্গ।
পরিয়া বিপাকে মুষিক শাবকে
চুপাতে কুড়িল সুরঙ্গ।
এত অবিচার গুনে রাখা ভার
নিরবে সমরে মুখ
৪৭ সনে ভারত স্বাধীনে
মাউন্টব্যাটেনে দিল খসড়া।
ভাগে দুটো স্থান ভারত পাকিস্তান
লেখনি আনিল মেপে মুসড়া।
১৫ ই আগস্ট ৪৭ সাল,
নিল সপে নেতা দুদেশের হাল।
পাকিস্তান রাখে মোহম্মদ জিন্না
ভারত সপিল জওহরলাল।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন