বারণ আছে
-----অমল কুমার মাজি
একটা সময় তখন ছিল
মূল্য ছিল চেঁচিয়ে কাঁদার
বোল ফোটেনি,দাঁত ওঠেনি
হয়নি সময় স্বার্থ বাঁধার।।
পার হ'য়ে সেই গন্ডিগুলো
ঘাঁটতে-ঘাঁটতে অনেক কাদা
আজ বুঝেছি জীবনটা এক
মস্ত বড় গোলকধাঁধা।।
যোগ-গুণ-ভাগ শেষ ক'রে আজ
শুধুই এখন বিয়োগ সাধা
আড়াল খুঁজে গুমড়ে মরা
বারণ আছে চেঁচিয়ে কাঁদা।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন