সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

শনিবার, ১৫ আগস্ট, ২০২০

অভিষিক্তা রায়


                      আমার ভারত

                                 -----অভিষিক্তা রায়

আমার ভারত বিশ্বসেরা নজরুল-রবি গানে,
ভারতীয়বোধে গর্বিত মোরা,তৃপ্তি মনেপ্রাণে।
বিনয়,বাদল,ক্ষুদিরাম আর সূর্যসেন মিলে,
স্বাধীন ভারত জন্ম দিয়েছে,সয়েছে আঘাত তিলে তিলে।
এদেশের মাটি লাল হয়েছে,বয়েছে রক্তগঙ্গা,
ইংরেজ রোধে প্রাণ বলিদান,চলেছে তীব্র সংঘাত।
ইডেনের মাটি আজও পরিচিত মহারাজার সিক্সারে,
বিশ্বকাপে এদেশ আমার সর্বসেরার রেকর্ড গড়ে।
বিবেকানন্দ, নিবেদিতা কিংবা কাদম্বিনী,
সেবায় উৎসর্গ করেছে নিজেকে,লিখেছে জীবনের বাণী।
সর্বধর্মসহিষ্ণুতা ভারত মায়েরই তো শিক্ষা,
অন্যায়ের পথে আঘাত হানো,করোনা আপোস-ভিক্ষা।
আর জনমে জন্ম মাগো তোমার কোলেই যেন পাই,
তেরঙ্গা পতাকা হৃদি মাঝে যত দূরেতেই যাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন