আমাদের সংবিধান
-----শান্তশ্রী মজুমদার
ব্রহ্মাণ্ড বাঁধা অদৃশ্য নিয়মের সুতোয়।
সমাজ, রাষ্ট্র ও চলে নিয়মের নীতিতে।
কাশ্মীর থেকে কন্যাকুমারী একটাই আকাশ।
ছোটো ছোটো আইনের গ্রন্থীতে যুক্ত আকাশটি।
সংবিধান, আসমুদ্র হিমাচলের সর্বোচ্চ আইন।
ক্রীপস্ মিশন গণপরিষদ
নেহরু প্যাটেল আম্বেদকর।
একটা সময় একটা কাল
সাতচল্লিশ থেকে ঊনপঞ্চাশ।
অবশেষে অশোকচক্রের চাকা ঘুরে ১৯৫০।
সাম্য স্বাধীনতা অধিকার কর্তব্য।
স্বাধীনদেশে নতুন সংবিধানের পথ চলা শুরু।
আমরা ভারতের জনগণ সংবিধানের রচয়িতা।
সার্বভৌম ক্ষমতা নিয়ে আমি একটা চাঁদ খুঁজছি।
যেখানে থাকবেনা কোনো অপ্রাপ্তির দীর্ঘ শ্বাস।
মায়াবী চাঁদের কলঙ্ক ঢাকবে কর্মের অধিকারের জ্যোৎস্না।
আমি আশাবাদী কমলা সূর্য হাসবেই অনাগত নতুন ভোরে।
রচনা কাল :- 09/08/2020
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন