স্বাধীনতা
-----রেহেনা খাতুন
দেশের জন্য দিয়েছে প্রাণ হাজারো মায়ের সন্তান,
ব্যর্থ হয়নি তাদের বলিদান।
জাতি ভুলেনি পলাশির যুদ্ধে ব্রিটিশদের তরবারি,
পরাধীন করেছে মোদের,
আমরা সবই জানি।
শহীদ হয়েছে সেনাপতি মীরমদন,মোহনলাল।
অনেক সিপাহী লড়াই করে স্বাধীনতার তরে,দিয়েছে তাদের বলিদান।
জাতি ভুলেনি জলিয়ানওয়ালাবাগের ব্রিটিশ বাহিনীর হত্যা কাণ্ডের কথা।
জাতি ভুলেনি নেতাজী সুভাষচন্দ্র বসু তথা বাংলার বীর সন্তানদের বুকের তাজা রক্ত কথা।
জাতি ভুলেনি সেই অত্যাচারী ব্রিটিশ বাহিনীর কথা।
আজও আমাদের কানে ভাসে শহীদ মায়ের কান্না।
দেশবাসীর মনের গহীনে এরা সবাই ভারত মাতার বীর সন্তান।
আগস্ট মাস আসলেই যেন শিহরিত হয় স্বাধীনতার সুখ,
আমরা কি সত্যি পেয়েছি স্বাধীনতার সেই সুখ ?
আমরা সবাই ভারতবাসী সব ঐক্যের সমাবেশ।
মনে রাখতে হবে আজ আমাদের এসো দেশবাসী হাতে হাত ধরি
নির্মল করি দেশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন