সে মেয়েটি আমি
------পায়েল মজুমদার
সে মেয়েটি আমি--
চোখে যাদের অফুরন্ত স্বপ্ন,
স্বপ্নকে বাস্তব রূপ দিতে সামিল হতে হয় কঠিন লড়ায়ের।
ময়দানে কেউ বা জিতে যায়,
কেউ বা পৃথিবী ছেড়ে চির বিদায় নিয়ে যায়।
সে মেয়েটি আমি--
ডিগ্রি অর্জনের জন্য যাদের দেহ
তুলে দিতে হয় শিক্ষক নামক কিছু নর পিশাচের হাতে।
সে মেয়েটি আমি--
একরাশ ভয় ও নিরাপত্তাহীন হয়ে যাদের
বাড়ি হয়ে বেড়োতে হয় রোজ।
সন্ধ্যায় বাড়ি ফেরার সময় কিছু রক্ত চোষক
যাদের ভক্ষণ করে,রক্তাক্ত করে, নিথর দেহ
ফেলে রাখে রাস্তার পাশে।
সে মেয়েটি আমি--
যাদের শাড়ির ফাঁকে উদর দেখা গেলে কিছু
মানব রুপি জানোয়ারদের উত্তেজনা বেড়ে যায়।
এমনই এক উদর থেকে তারা জন্ম নিয়েছিল।
সে মেয়েটি আমি--
স্বামী পরকীয়ায় লিপ্ত যেনেও
তার সাথে সংসার করে যেতে হয়।
পনের জন্য যাদের প্রতিনিয়ত
নির্যাতিত আর অগ্নিদগ্ধ হতে হয়।
সে-মেয়েটি আমি---
সামাজিক মাধ্যম, ট্রামে, বাসে যাদের
হেনস্থার শিকার হতে হয় প্রতিদিন।
হ্যাঁ,
সে মেয়েটি আমি--
সমাজে যাদের লাঞ্ছিত,বঞ্চিত,শোষিত
হয়ে থাকতে হয় প্রতি পদে পদে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন