দ্বিচক্রিকা
------রাজেশ ভট্টাচার্য্য
হঠাৎ মনে পড়ে গেল এক বছর আগের কথা।
উনিশের আট এপ্রিল এখনো আমার মনে গাঁথা।
সেদিন প্রসবিত হল আমার দ্বিচক্রিকা।
তাকে ছাড়া আমার যে গো ত্রিভুবনই ফাঁকা।
সে যে আমার সন্তান তুল্য, আমার অনেক আশা।
তার প্রতি আমার ছিল অগাধ ভালোবাসা।
ধীরে ধীরে করলো সে যৌবনে পদার্পণ,
সারাদিন ঘোরাফেরা বাড়িতে থাকে না বেশিক্ষণ।
এভাবেই চলল যে তার কয়েক মাস ধরে,
তার জন্য এখন আমার শুধুই অশ্রু ঝরে।
কি আর বলবো দুঃখের কথা, সবার কপালে ভাঁজ।
করোনা থেকে বাঁচতে সেও গৃহবন্দী আজ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন