আমি প্রেমিকা হয়ে যাই
----- অনামিকা লস্কর
'কবিতা,
তোমাকে আঁকতে বসে ,
আঁচড় কাটা হৃদয়ে
কতো প্রশ্ন,
কতো স্বভূষণ বিশেষণ
কৃষ্ণকলি,আনারকলি,
তারপর বুঝলাম
তুমি কবিতা।
আমার এক একটা শব্দ
তোমাকে ঘিরে,
আমার চেতন অচেতন
তোমার আপেক্ষিক তাপে'।
'এইতো বলেছিলে তুমি!
মেয়েটা কালো,একটু বেশি
বিচ্ছিরি মোটা,
হাটা চলায় কেমন শব্দ
টাকা পয়সা তেমনি ফাঁকা
সম্বন্ধ পাকা হলে
ষোলোআনা লোকসান।
একটাই লাভ দেখি
হোটেলে বামাকে ছেড়ে
হেঁসেলে ঢুকিয়ে দিলে
লক্ষ্মীটা আসবে খাঁটি
মেয়ে নাকি পাকা রাঁধুনি।
এইতো বলেছিল
শহরের ব্যাবসায়ী।
আনমনে উদাসি মন
ভাবে
বসন্ত বয়ে গেলো,
ফেলে আসা
স্মৃতির পাতায়
ঝুড়ি ঝুড়ি কথা
অনাবিল হাসি
বেলাশেষে মাধবীর মতো
সুগন্ধ ছড়াতো,
বর্ণহীণ বেলাভূমিতে
যখন ভাবি
'কবিতা, তুমি ঠিক কবিতার মতো'
আমি প্রেমিকা হয়ে যাই।
দারুণ
উত্তরমুছুনদারুণ
উত্তরমুছুন