২৫শে
-----অমলেন্দু চৌধুরী
হে কবি,
দিবানিশি জাগ্রত তোমা বাণী চিরন্তন,
বীণা মাজে সুর তোলে,আনন্দ ভূবন।
চিত্র করে রঙ তুলি, কবি যে কবিতায়,
নৃত্যের তালে নৃত্যে, গানের ছন্দ তায়।
কোটি চোখ, কোটি বাহু, কোটি কোটিতে,
তোমা সং বাজে, বাজে যেএ ভূতে।
দিকে দিকে জয়ধ্বনি, বাজিছে শাখ,
এ প্রভাতে রবি কিরণ, ২৫শে বৈশাখ।
জগৎ চাহিয়া রয়, সাজিছে যে রথ,
সভাসনে শোভিত যে, তোমা ভারত।
সাধু
উত্তরমুছুন