সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

রবিবার, ১৭ মে, ২০২০

গৌতম নাথ


                      বেলা শেষের মেঘবিলাসী মন
             
                                                         -----গৌতম নাথ


যার এলোকেশী খোলা চোখে আমি খুঁজি সন্ধ্যার মেঘমালা সুখ ,
জেনে গেছি তুমি সেই আনকোরা রাঙামাটি মুখ।

তুমি সেই সুখের অসুখ।

গভীরতার অনেক প্রকাশ 
তুমিও তো তার এক চিলতে।

যদি শ্রেয়তমা হ‌ও , তবে আমি সকল পাপকে জ্বালিয়ে পুড়িয়ে পড়ন্তবেলার রৌদ্রবিহারে যেতে পারি সহস্র পল্লীসুখ মেখে।

যে নামেই ডাকি না কেন 
তুমি তো চিরকালের‌ই সুনামি উচাটন।

না শ্রাবণ , না বসন্ত ,
তুমি চিরকালের‌ই চৈত্র শেষৈ প্রতিবিম্ব।

নিভৃতের উঁচুনিচু ঢেউগুলো তোমারই সর্বনাশা কর্ষণ।

যেভাবে মেঘ জমে আকাশের বুকে
তুমিও সেভাবেই প্রকট হ‌ও মায়াবী বিচ্ছেদে।

সময় যত‌ই বাড়ে ততই আমার ঋষিবেলা প্রশস্ত শেকড় মেলে।

শতভাগ অক্ষত থেকে উপর্যুপরি তোমাকে ছোঁয়ার ইচ্ছেটা কিন্তু ষোলোয়ানা গার্হস্থ্য।

1 টি মন্তব্য: