প্রিয় পাঠক,
ধন্যবাদ ও শুভেচ্ছা সহ------
রাজেশ ভট্টাচার্য্য
সম্পাদক, সাহিত্য নয়ন
প্রকাশিত হল ‘সাহিত্য নয়ন'-এর দ্বিতীয় সংখ্যা। সাফল্যের যাত্রাপথে আরেকধাপ এগিয়ে গেলাম আমরা। প্রথম সংখ্যা প্রকাশের পর সকলের সার্বিক সহযোগিতা এবং উষ্ণ অভ্যর্থনায় আমরা অভিভূত। অনেক আশা এবং স্বপ্ন জড়িত দ্বিতীয় সংখ্যা নিয়ে এবার হাজির হলাম। কিন্তু এই নতুন সংখ্যা প্রকাশের আনন্দকে ম্লান করে দিয়েছে আমাদের বাসগ্রহে মারী সংক্রমণ। আলোকের মুখে কালো যবনিকা হবে ছিন্ন, প্রিয়জনদের স্পর্শ মিলবে নতুন প্রভাতে, পথ চলা এই আশাটুকু নিয়ে। এবারের সংখ্যায় লেখনী ধরেছেন ওপার বাংলার কবি থেকে শুরু করে এপার বাংলার ছড়াট্টার জনক সহ কবিগণ। দুই বাংলার কবিদের সাথে আসাম-ত্রিপুরার কবি-সাহিত্যিকদের মিলন হল কলমের কালি দিয়ে। উনাদের লেখনীর স্পর্শে লিখন বৈচিত্রের রূপ ফুটে উঠেছে 'সাহিত্য নয়ন'-এর এবারের সংখ্যায়। এক অসামান্য প্রচ্ছদ এঁকে সংখ্যাটাকে সর্বাঙ্গসুন্দর করে তুলেছেন প্রচ্ছদ শিল্পী ও কবি কবিতা সরকার। আসুন আমরাও ডুবে যাই লিখন বৈচিত্র্যের এই ধরায়।
ধন্যবাদ ও শুভেচ্ছা সহ------
রাজেশ ভট্টাচার্য্য
সম্পাদক, সাহিত্য নয়ন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন