করোনা সংগ্রামী
------ ডা: ফুলশ্রী চক্রবর্তী
চারিদিক যখন স্তব্ধ
পৃথিবী মোদের উপর ক্ষুব্ধ
জগৎ যখন বিষন্ন
আমি তখন সম্পূর্ণ শূন্য।
এক প্রকান্ড ঝর
বইছে অবিনশ্বর,
চারিদিকে ছেয়ে গেছে
করোনা নামক মহামারী,
সে নিয়েছে বহু মানুষের প্রাণ হরি ।
কবে যে হবে এই করনার অস্ত
মানব জাতি আজ হয়েছে ভীষন বিপর্যস্ত।
করোনার আতঙ্কে বন্দি
যখন মোরা ঘরেতে ,
তখন ওরা লড়ছে রে ভাই
মোদের প্রাণ বাঁচাতে।
হাজার বাধা এড়িয়ে এরা,
ছুটছে ক্ষুধার্তকে খাওয়াতে।
করোনা সংগ্রামী তোমারা মোদের দেশের বরেণ্য সন্তান
১৩৫ কোটি জনতার লহ প্রণাম।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন