মা ও বাবা
------অনুপ কুমার রায়
নারী মায়ের রূপেঙ
পুরুষ বাবার প্রতিরূপে ।
না হলেও সন্তান উওম,,
মা,বাবা যে হয়না অধম ।
সুখ দু:খ করে উৎসর্গ,
মা,বাবাতেই হচ্ছে ভূ-স্বর্গ ।
অবাক লাগে ভাবতে আমার,,,
কষ্ট করে যোগায় আহার।
তুচ্ছ করে সারা জীবন,,,,,
বুঝেনা যারা মা,বাবার বেদন।
নিজেদের জীবন বাজি রেখে,
সন্তান মাঝে নিজের ছবি দেখে ।
মমতার অংক যখন কষে,
তারা কাঁদে আড়ালেতে বসে ।
মা চায় সন্তানের ভালো,
বাবা হচ্ছে আশার আলো ।
মা,বাবারা সবই বোঝে,,,,
কয়লার মাঝেও হীরা খুঁজে ।
জন্মিয়ে আমি সফল হলাম,,,
মা, বাবার মাঝে স্বর্গ পেলাম ।
চেষ্টা করো যথা সাধ্য
মা,বাবাই যেন হ’ন আরাধ্য।
দারুণ
উত্তরমুছুন