আজব পৃথিবী
----- তাপস
সত্যি বন্ধু বিচিএ এই পৃথিবী
কত রঙের স্বপ্ন দেখায় ।
বাস্তবে আমরা হাতের পুতুল
যদি না মেনে নাও তাহলে করবে বড় ভুল ,
অভিলাষ অনেক বেশী যোগ্যতা কম ,
এটাই নিয়ে সবাই ভাবে সারাক্ষন ।
কেউ চায় ক্ষমতা কেউ খোঁজে টাকা
বলতে পারো কোথায় গেল আজ মানবিকতা ।
এই প্রশ্ন চলছে অবিরত মনের ভিতর
বিরাম হীন ভাবে খুঁজে চলেছি সদুওর ।
যোগ বিয়োগ করছি অবিরত
সব হারিয়ে আজ আমি স্তম্ভিত ।
তাই তো বলি,সত্যি শোন-দেখি কত রঙবেরঙের বিচিএ জীবন ,
কবে শান্ত হবে ভাবছি বসে,অশান্তের আচরন ।
কেউ চায় ক্ষমতা কেউ খোঁজে টাকা
বলতে পারো কোথায় গেল আজ মানবিকতা ।
এই প্রশ্ন চলছে অবিরত মনের ভিতর
বিরাম হীন ভাবে খুঁজে চলেছি সদুওর ।
যোগ বিয়োগ করছি অবিরত
সব হারিয়ে আজ আমি স্তম্ভিত ।
তাই তো বলি,সত্যি শোন-দেখি কত রঙবেরঙের বিচিএ জীবন ,
কবে শান্ত হবে ভাবছি বসে,অশান্তের আচরন ।
দারুণ
উত্তরমুছুন