আমি রূপকথা হয়ে থাকতে চাই
----- তাপীব (ছদ্ম নামে)
আমি রূপকথা হয়ে থাকতে চাই,
শুনছ, আমি রূপকথা হতে চাই;
আবারও।
‘ঠাম্মা’র কোলে, সাঁঝের বেলা,
থাকবে যখন শুয়ে,
ওনার নরম ঠোঁটের চৌহদ্দি ডিঙিয়ে,
আছড়ে পড়ব, তোমার কানে।
আলতো করে ছুঁয়ে যাব, তোমার দুরু-দুরু মনে,
ঠিক আবারও তাই।
আমি রূপকথা হয়ে থাকতে চাই।
আমি ভাসতে চাই, তোমার বানানো গল্পে।
বন্ধুদের সাথে অলস নিদ্রায়, তোমার কথার ছলে;
জড়াব নিজেরে খুশীর মোড়কে, মিথ্যে সাক্ষী হয়ে।
আমি থাকতে চাই, তোমার বাড়তি কথামালায়-
সেই মিষ্টি স্বরে,
আবারও তেমনি করে!
আমি রূপকথা হয়ে থাকতে চাই।
সত্যি! আমি চাই-চাই; শুধু তাই-চাই।
তোমার বিবর্ণ সন্ধ্যায়, আমি থাকতে চাই।
তোমার কোলে যে পেতে আছে মাথা,
তার শ্রবণ- কুহরে আমি থাকতে চাই।
তোমার স্বর-রূপান্তরে, কাহিনীর পঙ্খিরাজের ডানায়,
নতুবা, রূপালী কেশবতীর মায়ায় কিংবা পরীর যাদুদন্ডে-
সত্যি আমি থাকতে চাই।
সত্যি, আমি থাকতে চাই;
তোমার অজানায়, আমার অনন্ত ভালবাসায়।
আমি, রূপকথা হয়ে থাকতে চাই।
আবারও, আমি রূপকথা হয়েই থাকতে চাই।
দারুণ
উত্তরমুছুন