ছড়ায় ঠাট্টা আটটা লাইন 'ছড়াট্টা'
--- পুণ্ডরীকাক্ষ হাজরা(মুখোপাধ্যায়)
করোনা
বিত্ত-বিদেশ ফেরেন স্বদেশ হাতে ভাইরাস 'করোনা' -
আমি যে বিত্ত হাঁটবো নিত্য আমার কথাটা ধরো না।
হেঁটে যাবো তাও পথ ছেড়ে দাও টালা থেকে টালিগঞ্জ-
ছুটবো সতত ট্রেন-ঝুকঝুক পাটনা-ময়ূরভঞ্জে ।
হলাদনচিত্ত কলিরই বিত্ত নিজেকে কেবলই জানি -
আর জানি ততো পকেটেই যতো আসুক টঙ্কা-মানি ।
তিতিবিরক্ত এবার ভৃত্য ধরেন বিত্ত-গলা -
তাতেই ভস্ম ভস্মবীজ যে আপাত বন্ধ চলা ।
খুব সুন্দর
উত্তরমুছুন