সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

রবিবার, ১৭ মে, ২০২০

রাহুল নাগ

           তোমার জন্য
                       ----- রাহুল নাগ

আমি পথের পানে চেয়ে আছি
তুমি আসবে বলেই।
তোমার জন্য গান লিখেছি
তোমায় ভালোবেসে।।

খবরিলাল খবর আনলো
সকালে বেলা হতেই।
তার অনেক আগেই উঠেছি
আজ তুমি আসবে বলেই।।

ভোরের খেয়াল করিনি আজ
তুমি কখন আসবে ভেবেই।
গোলাপ, বকুল, শিউলি ফুটে
আছে আজ তুমি আসবে বলেই।।

গোয়ালারা দুধ দিয়ে যায়
একটু বেলা হতেই।
তারও অনেক আগেই উঠেছি
আজ তুমি আসবে বলেই।।

গোয়ালা দুধ দিয়ে যায়
 সকালবেলা হতেই।
আমি পথের পানে আছি
কখন আসবে ভেবেই।

চড়ুই, শালিক ঘুমায়নি
কাল সারা রাত্রি জেগে।
তোমার জন্য কুজন করে
পথের পানে চেয়ে চেয়ে।।

পাশের বাড়ির খোকা-খুকি
ধরেনি কান্নার রেওয়াজ।
তোমার কথা ভেবে ভেবে
তারা আনন্দে উল্লাস।।

সকাল বেলা গরম চায়ে
আজ দেইনি আমি চুমু।
তুমি এলেই আড্ডা মেরে
দেবো চায়ে চুমু।।

দশটা বাজতে ছাত্র-ছাত্রী
যায় যখনই স্কুলে।
আমি রয়েছি বসে তোমার জন্য
পথের পানে চেয়ে চেয়ে।।

কাজের মাসি ঘর ঝাড় দিয়ে যায়
তোমার আসার আগেই।
ইষ্টিকুটুম, হলুদ পাখি ডাকে
দুপুর বেলা হতে।।

ছাত্র-ছাত্রী ঘরে ফিরে
স্কুলের ছুটি হতে।
আমি তোমার পানে
তুমি কখন আসবে ভেবে।।

দিন গড়িয়ে সন্ধ্যে হলো।
ইমন রাগের সময় হলো ।।
খোকা-খুকি ধৈর্য হারিয়ে
ধরল কান্নার রেওয়াজ।
তবুও হলো না সময়
তোমার আসার আজ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন