বৈশিষ্ট্য
-----অভিষিক্তা রায়
হয়তো আমি বড্ড ভীষন বোকা
তাইতো ছিলো সামলে রাখার দায়,
মাঝরাতে ঠিক জ্বরের ঘোরে আজও
উষ্ণ কপাল সেই চেনা স্পর্শ চায়।
হয়তো আমি বদমেজাজী খানিক
কথায় কথায় সপ্তমে সুর চড়ে,
আমি-ই তো সেই ছিন্ন হওয়া পাতা
অবহেলায় মাটির বুকে ঝরে।
জানি আমি স্বভাবগতই জেদি
গোয়ার্তুমি মস্তিস্ক জুড়ে,
ঠোঁট উল্টে কান্নাও আবার আঁকি
প্রিয় মানুষ বকুনি দিলে জোরে।
যদিও আমি স্পষ্টবাদী-ই বটে
শুনলে কথা,মাথায় আগুন জ্বলে,
মন ভোলানো একদম নেই ধাতে
মিষ্টভাষা-মুখোশ কিংবা ছলে।
অভিমানের পারদটাও বেশ চড়া
আঘাত পেয়ে মুখ ফিরিয়ে নিলে,
রাগ-জেদ সব তুচ্ছ করে তখন
নিজেকে গোটাই সম্পর্ক ভুলে।
দোষগুলো সব আগলে যদি সেদিন
বইতে পারো অক্ষমতার ভার,
ছন্দবিহীন বীণার তারে জেনো
উঠবে বেজে সপ্তসুর আবার।।
অসাধারণ
উত্তরমুছুন