কারিগর
------ কিশোর ভট্টাচার্য
আঁকা-বাঁকা পাহাড়ি পথ চলছি
মোরা ক'জনা,
যুগ বদলের হাওয়া
পার্বতীর কোলে করছে পদচারণা৷
দীর্ঘ সময়ের চড়াই উৎরাই
আজো আগেরই মতো,
কোনো ব্যবধান ঘুচেনি এখনো
অপেক্ষার দিনগুনা হয় কতো৷
পথ কাদাময়- গর্তেভরা
পথের উপরে
নেই কালো ছাপ
এতেই আনন্দের ছয়লাপ৷
গাড়ি ছুটছে কারিগর শিল্পীদের নিয়ে নিয়মিত
সময়ের দাম দিতেহবে;
ওরা সবাই কারিগর
কাজ সেরে সন্ধ্যারপরে
বাড়ি ফেরে টিফিন সেরে
পরের দিনের আয়োজনে
ব্যস্ত হয়ে পড়ে৷
সংরক্ষিত আসনে বসে চড়ে ওরা
গাড়ির গতিতে নিদ্রাদেবীর আগমন
কখনোডানে,কখনোবা বামে
হেলেদুলে ঘুমে ঢুলুঢুলু
ভয় হয় দু' একজনার চোখে চশমা
কখনোকি আঘাতে ক্ষতিগ্রস্থ হয়,
পাশেরজনা হাতে রাখে আগলে
যেন আঘাত না লাগে৷
কারিগর আহত হলে
গড়ার কাজটা বাধা পাবে
তাইতো কিশোর শিল্পী জেগে থাকে
সবুজের দিকে চেয়ে
কলম আর তুলি হাতে৷
শিল্পীর দৃষ্টি, চালকের হাত
মিলেমিশে কারিগরকে পৌঁছায় লক্ষ্যে ৷
রচনা কাল:- ২১-৭-২০১৮, মঙ্গলবার
দারুণ
উত্তরমুছুন