প্রকৃতি
----- পবিন্দ্র দেবনাথ
বিচিত্র প্রকৃতি মাগো, বিচিত্র তোমার লীলা ।
বুঝেও না বুঝি মাগো, করি অবহেলা।।
স্বার্থান্বেষী লোভী মোরা, সৌখিনতায় ভরা।
বিলাসিতা করতে গিয়ে ধ্বংস করছি ধরা।।
গাছ কেটে তৈরি করি সুন্দর আসবাবপত্র।
বন-সৃজনে নেই গো মতি, লোভ শুধুমাত্র ।।
দূষিত করছি মোরা নির্মল পরিবেশ।
কলকারখানা চাই , উন্নত করবো দেশ।।
বিশ্ব-উষ্ণায়ন হচ্ছে, গলছে হিমালয়।
বাড়ছে জল, ডুবছে ভূ-তল , সঙ্কটে আলয়।।
পরিবেশের ভারসাম্য নষ্ট দিনে দিনে।
জ্ঞান-চক্ষু মোদের মাগো, জাগবে কোন্ ক্ষণে!
নিজের কাছে নিজেই মোরা প্রশ্ন-চিহ্নের মুখে!
আমাদের উত্তরসূরি থাকবে কোন্ সুখে ?
পরিবেশের ধ্বংস লীলায় মেতে আছি মোরা।
তবু মোদের করছো ক্ষমা , ওগো বসুন্ধরা।।
জানি তুমি মহীয়সী, ক্ষমা তোমার ধর্ম।
কবে জানি বুঝবো মোরা! নির্মল পৃথিবীর মর্ম ।।
দারুণ
উত্তরমুছুন