মধুকবির স্মরণ
( মহাকবিমাইকেলমধুসূদন দত্তের স্মরণে)
------প্লাবন সরকার
তুমি আজ নেই বলে ধুঁকছে প্রিয় কপোতাক্ষ নদ,
মায়া-কাননে থেমে
গেছে শর্মিষ্ঠা
হচ্ছে না হেক্টর বধ।
তিলোত্তমা পদ্মবতী বসেনি বুড়ো শালিকের ঘাড়ে আজ,
কৃষ্ণকুমারী আজও প্রায়ই কাঁদে
সাজেনি বিয়ের সাজ।
অস্ত্রহীন মেঘনাথ আজ সাহস
দেয় না বীরাঙ্গনা,
জৌলুশহীন জমিদার বাড়ি আজ
ছড়িয়ে আছে আর্বজনা।
পদ্মপুকুরে পদ্মাবতী নায়ে না আর
স্থির রয়েছে জল,
তুমিহীনা কবি সাহিত্য সাগর আজ
সব আর্বজনার দল।
ফিরে এসো কবি নূতন বৎসরে
ভরো মধুকর নন্দন-কানন,
রাখো পরিচয় কবিতায় কুসুমে কীট
অাত্ম-বিলাপে স্মরণ।
দারুণ
উত্তরমুছুন