অকাল বোধন
------মিঠু মল্লিক বৈদ্য
"ওঁ ঐং রাবনস্য বধার্থায় রামস্যানুগ্রহায়চ
অকালে ব্রহ্মনা বোধো দেব্যস্তয়ি কৃতঃপুরা।"
দিকে দিকে বিপন্নতা, কাতরকন্ঠে আর্তনাদ
ক্রুরতার বক্রহাস্য, তবুও বাঁচার সংগ্রাম।
অহমের এাস,দগ্ধ সকল জ্ঞানের পরিভাষ,
স্বীয় আচার ভুলে রাজন করেছিল সেদিন জানকী হরণ।
চৈত্রের তিথি; দেবীর বোধন ছিলো বিধি,
সময়ের সংকুলান,অধর্মের পরাজয়ে
শরৎ সময়ে অকাল বোধনে
হয়েছিল নিয়োজিত স্রষ্টা স্বয়ং।
শিউলীর শুভ্রমাখা সৌরভ,কাশের দোলন
রৌদ্র ছায়ার চমত্কারী খেলায় সাদা মেঘের নলিনী,
দেবীর কৈলাশ ছেড়ে পিত্রালয়ে সমাগম
মনসুখে হারিয়ে যাওয়া মাটির ঘ্রানে।
অধর্মের অভিভবে অকালপক্ক বোধনের কল্পারম্ভ,
পরিতুষ্ট দেবী; নাশিতেপাপ দিলেন প্রতিশ্রুতি।
আজও ঋতুচক্রের বর্নিল দোলায় শরৎ সমাগত,
কাশের খেলা, নভোমাঝে জলমুকের স্পষ্ট আমোদ।
অথচ অনাচার,অধর্মে মলিন মহী,
দিকে দিকে চরম দুঃসময়, অবক্ষয় মানবতার।
নিদারুন অসময়ে মানুষ করছে রুদ্রানীর বোধন,
কইছে জোড়হাতে "হও জাগ্রত; ভৈরবী তুমি,
অবক্ষয়, কল্মষ যত তোমার কটাক্ষে হোক দমন।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন